তারেক রহমান ভোটার হবেন শনিবার, এখনো আবেদন পায়নি ইসি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৫২

দেশে ফেরার দুদিন পর শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার তালিকায় নিজের নাম ওঠানোর পদক্ষেপ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। তবে এখনো তিনি নির্বাচন কমিশনে আবেদন করেননি।


১৭ বছর পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। রাত পোহালেই অর্থাৎ শনিবার ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া সংক্রান্ত সব কাজ করবেন। অথচ এখনো নির্বাচন কমিশনে আবেদন করেননি।


গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


শনিবার ভোটার হবেন তারেক রহমান—এ বিষয়ে আবেদন করেছেন কি না—জিজ্ঞাসা করলে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জাগো নিউজকে বলেন, ভোটার হওয়ার জন্য মাঠপর্যায়ে এখন কোনো সুযোগ নেই। তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তফসিল প্রকাশের পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও