২০২৫ সালে বেড়েছে নারী ও শিশু নির্যাতন-চুরি-খুন-অপহরণ
২০২৫, আলোচিত ও উদ্বেগজনক বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ক্যালেন্ডারের পাতায়। শিশু ধর্ষণ থেকে শুরু করে প্রকাশ্যে খুন, অপহরণ, পারিবারিক সহিংসতা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড কোনো কিছুই যেন বাদ পড়েনি এবছর। চুরি, ছিনতাই আর ডাকাতির ঘটনা ঘটেছে অহরহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় অপরাধের অনেক ধরন মুহূর্তে আলোচনায় চলে আসে। এসবের মধ্যে বেশিরভাগ ঘটনার রহস্যই উদঘাটন হয়নি। আসামিরা থেকেছে ধরাছোঁয়ার বাইরে। ফলে বেড়েছে অপরাধপ্রবণতা।
মামলা বেড়েছে ১০১২২টি
বিভিন্ন অপরাধে ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে এক লাখ ৫৮ হাজার ৩৮৩টি মামলা হয়েছে। একই সময়ে ২০২৫ সালে ১০ হাজার ১২২টি মামলা বেশি হয়েছে।
চলতি বছরের ১১ মাসে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে এক লাখ ৬৮ হাজার ৫০৫টি। এর মধ্যে জানুয়ারিতে ১৪ হাজার ৫৭২টি, ফেব্রুয়ারিতে ১৩ হাজার দুটি, মার্চে ১৬ হাজার ২৪০টি, এপ্রিলে ১৬ হাজার ৩৬৮টি, মে মাসে ১৬ হাজার ৪৫টি, জুনে ১৫ হাজার ১৬৭টি, জুলাইয়ে ১৫ হাজার ৩৮৯টি, আগস্টে ১৫ হাজার ৬৫৬টি, সেপ্টেম্বরে ১৫ হাজার ৪৩১টি, অক্টোবরে ১৬ হাজার ১৭০টি এবং নভেম্বরে ১৪ হাজার ৪৬৫টি মামলা হয়েছে।
সবচেয়ে বেশি বেড়েছে নারী ও শিশু নির্যাতন
২০২৪ সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে নারী ও শিশু নির্যাতনের ১৬ হাজার ৩৬৬টি মামলা হয়। এর মধ্যে জানুয়ারিতে এক হাজার ৪৩টি, ফেব্রুয়ারিতে এক হাজার ৩৭১টি, মার্চে এক হাজার ৫০৯টি, এপ্রিলে এক হাজার ৬২৩টি, মে মাসে এক হাজার ৭৬৭টি, জুনে এক হাজার ৬৮৯টি, জুলাইয়ে এক হাজার ৭০২টি, আগস্টে এক হাজার ৭২টি, সেপ্টেম্বরে এক হাজার ৫৭৮টি, অক্টোবরে এক হাজার ৫৬০টি ও নভেম্বরে এক হাজার ৪৫২টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে।