‘পরীক্ষার জন্য সারা বছর পড়তে হয়, এক রাতের মধ্যে হয় না’
প্রথম আলো
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮
চোটের ধাক্কা সামলে দেশের দ্রুততম মানবের মুকুট পুনরুদ্ধার করলেও তৃষ্ণাটা মেটেনি ইমরানুর রহমানের। যা করতে চেয়েছিলেন, তা যে পারেননি। নতুন বছরটা নিয়ে আশাবাদী হলেও দেশের অ্যাথলেটিকসের কাঠামোটা তাঁকে ভীষণ ভাবাচ্ছে। কাল ইংল্যান্ড থেকে মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভাবনাগুলো জানিয়েছেন এশিয়ান ইনডোরে সোনাজয়ী এই প্রবাসী স্প্রিন্টার।
প্রথম আলো: ২০২৫ সালটা কেমন কেটেছে?
ইমরানুর রহমান: এটা ছিল খুবই কঠিন একটা বছর। আমি যত প্রতিযোগিতায় অংশ নিতে চেয়েছিলাম, ততটা পারিনি।
প্রথম আলো: কেন?
ইমরানুর: ২০২৪ সালটা আমার ক্যারিয়ারকে অনেকটাই থামিয়ে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেই বছর চোটে পড়ি। এরপর। মূল লক্ষ্য ছিল ফিটনেস ফিরে পাওয়া এবং গতিটা বাড়ানো। কিন্তু যতটা চেয়েছি, ততটা পারিনি।