দেশে দিনে গড়ে ৪০টি আত্মহত্যা, সবচেয়ে বেশি যশোরে
প্রথম আলো
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০২
দেশে প্রতিদিন গড়ে ৪০ জন মানুষ আত্মহত্যা করছেন। এর মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা বেশি।
গতকাল সোমবার রাজধানীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম) মো. আশরাফুল ইসলাম এ তথ্যের উল্লেখ করেন। তিনি বলেন, দেশের জেলাগুলোর মধ্যে যশোরে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয় আত্মহত্যা প্রতিরোধ পরিকল্পনা (খসড়া) নিয়ে আলোচনার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আয়োজক যৌথভাবে আইসিডিডিআরবি, স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।