ভোটের দিন যতই ঘনাবে, ভয়ও ততই কাটবে: সিইসি
প্রথম আলো
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪
সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক নেতাদের মধ্যে আতঙ্ক–উদ্বেগের মধ্যে তাঁদের আশ্বস্ত হওয়ার মতো কথা শোনালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, ভোটের দিন যতই ঘনিয়ে আসবে, ভয় ততই কেটে যাবে।
আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের প্রস্তুতিকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। এর কিছুক্ষণের মধ্যেই খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের এক নেতা গুলিবিদ্ধ হওয়ার খবর আসে।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দিনদুপুরে রাজধানীতে গুলি করা হয় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বাঁচানো যায়নি। গত বৃহস্পতিবার তিনি মারা যান।