যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫
আরিফিন শুভ ও আফসান আরা বিন্দুর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায় শোবিজ অঙ্গনে। ক্যারিয়ারের শুরুর দিকে তারা জুটি হয়ে অনেক কাজ করেছেন। তখন তাদের মধ্যে হৃদয় দেয়া নেয়ার সম্পর্ক গড়ে ওঠে। একটা সময় তাদের সেই প্রেম ভেঙেও যায়। দীর্ঘদিন নীরব থাকার পর এবার সেই প্রেম ও বিচ্ছেদ প্রসঙ্গে প্রকাশ্যে কথা বললেন বিন্দু নিজেই।
সাম্প্রতিক এক পডকাস্টে প্রথমবারের মতো শুভর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন তিনি।
পডকাস্টে সঞ্চালকের প্রশ্নে কিছুটা ইতস্তত করলেও বিন্দু বলেন, কেন সম্পর্কটি ভেঙে গেছে তার স্পষ্ট কোনো উত্তর আজও তার কাছে নেই। অভিনেত্রীর ভাষায়, ‘আমরা তখন খুব ছোট ছিলাম, কাজ নিয়েই ডুবে থাকতাম। দুজন মানুষের পথ যে একই জায়গায় গিয়ে শেষ হবে এমন কোনো বাধ্যবাধকতা তো নেই। আমরা কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম, এর বাইরে ভাবার সুযোগই ছিল না।’