ম্যাচের শুরু থেকে যেভাবে খেলেছে ভিয়ারেয়াল, গোল পেতে পারত তারা একাধিক। কিন্তু বারবার তাদের হতাশ করেছেন হোয়ান গার্সিয়া। দারুণ কিছু সেভ করে জাল অক্ষত রাখা এই স্প্যানিশ গোলরক্ষকের পারফরম্যান্সে ভীষণ খুশি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
ভিয়ারেয়ালের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতে বছর শেষ করে বার্সেলোনা।
দ্বাদশ মিনিটে পেনাল্টি থেকে শিরোপাধারীদের এগিয়ে নেন রাফিনিয়া। ৩৯তম মিনিটে আরেক ধাক্কা খায় ভিয়ারেয়াল, লামিনে ইয়ামালকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রেনাতো ভেইগা। ৬৩তম মিনিটে ব্যবধান বাড়ান ইয়ামাল।