ওয়াশিংমেশিন যেভাবে পরিষ্কার করলে বছরের পর বছর কোনো সমস্যা হবে না

যুগান্তর প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ২১:৫৮

আজকাল আমাদের প্রযুক্তিনির্ভর জীবন হয়ে পড়েছে। মসলা বাটতে হলে মিক্সি আছে। গরম লাগছে, এসি চালিয়ে দিন। খুব ঠান্ডা, রুম হিটার চালান। তেমনই আমাদের দৈনন্দিন আরেকটি অত্যন্ত কার্যকরী ও প্রয়োজনীয় যন্ত্র হলো— ওয়াশিংমেশিন। জামাকাপড় কাচার মতো কাজও হয়ে যায় কোনো পরিশ্রম ছাড়াই। 


চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ওয়াশিংমেশিন ঠিক রাখবেন—


১. গরম পানি


আজকাল অনেক ওয়াশিংমেশিনেই গরম পানির ব্যবস্থা রয়েছে। খালি মেশিনে সর্বোচ্চ তাপমাত্রায় আপনার মেশিন চালিয়ে নিতে পারেন কিছুক্ষণ। এতেও নোংরা পরিষ্কার হয়। আর গরম পানি ব্যাকটেরিয়া মেরে ফেলতে কার্যকর ভূমিকা রাখে।


২. ভিনিগার ও বেকিং পাউডার ব্যবহার করুন


ওয়াশিংমেশিনের ভেতরে দুই কাপ ভিনিগার ঢেলে সর্বোচ্চ তাপমাত্রায় চালু করুন। কিছুক্ষণ পর তা পজ করে, মেশিনে প্রায় ১/২ কাপ বেকিং পাউডার দিন। আবার মেশিন চালিয়ে দিন। এভাবে পরিষ্কার রাখুন।


৩. লেবুর রস


লেবু শুধু খাওয়া নয়; ময়লা দূর করতেও দারুণ কার্যকরী। ওয়াশিংমেশিনের মধ্যে দুটি বড় লেবুর রস কেটে দিন। লেবুর রসে থাকা অ্যাসিডিক বৈশিষ্ট্য মেশিনের ময়লা দূর করতে উপকারী। এবার মেশিন চালিয়ে মিনিট পাঁচেকের জন্য ‘ওয়াটার ওয়াশ’ করে নিন। এতে ওয়াশিংমেশিনের ভেতরের দুর্গন্ধ কেটে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও