নারায়ণগঞ্জে নদীতে পাঁচ যানবাহন পড়ার ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

ডেইলি স্টার নারায়ণগঞ্জ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গত রাত দেড়টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের ডুবুরি দল। এর আগে ঘটনার পর হাসপাতালে একজন মারা যান বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ('ক' সার্কেল) মো. হাসিনুজ্জামান।


নিহতরা হলেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেলচালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)।


পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে ফতুল্লার বক্তাবলীতে মাঝনদীতে পড়ে যায় একটি ট্রাক ও ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান। দুর্ঘনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন।


তাদের মধ্যে রফিককে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও