বিয়ে করবেন বলে আইপিএলে খেলতে চান না ইংলিস

যুগান্তর প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ২৩:১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে বড় অঙ্কে অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসকে দলে নিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে টুর্নামেন্ট শুরুর আগেই স্পষ্ট হয়ে গেছে, পুরো মৌসুমে তাকে পাবে না ফ্র্যাঞ্চাইজিটি। ব্যক্তিগত কারণে, বিশেষ করে বিয়ের জন্য, এবারের আইপিএলের বেশির ভাগ ম্যাচে অংশ নিতে পারবেন না ইংলিস।


আগামী এপ্রিলের শুরুতে বিয়ের অনুষ্ঠান থাকায় পুরো আসরে তার খেলা সম্ভব হচ্ছে না। জানা গেছে, পুরো মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস মাত্র তিনটি ম্যাচে এই অজি ক্রিকেটারের সেবা পাবে। গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত মিনি নিলাম থেকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে ইংলিসকে দলে ভেড়ায় লক্ষ্ণৌ, যেখানে তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।


নিলামের সময় ইংলিস জানিয়েছিলেন যে তিনি পুরো মৌসুম খেলতে পারবেন। তবে শেষ মুহূর্তে বিয়ের বিষয়টি জানানোয় তৈরি হয়েছে নতুন জটিলতা। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিস বলেন, এবারের আইপিএলে তিনি পুরো সময় দিতে পারবেন না এবং বিয়ের সময় তিনি আইপিএলে যেতে আগ্রহী নন। তিনি আরও জানান, প্রথমবার নিলামে অবিক্রিত থাকায় তিনি ধরে নিয়েছিলেন আর সুযোগ আসবে না, কিন্তু ঘুম থেকে উঠে জানতে পারেন তিনি দল পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও