নাইজেরিয়ায় খনিতে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ১২
নাইজেরিয়ার অস্থির প্লাটো রাজ্যের আতোসো গ্রামের একটি খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একটি সংগঠনের নেতা।
বেরোম ইয়ুথ মোল্ডার্স-অ্যাসোসিয়েশনের (বিওয়াইএম) প্রধান ডালিয়প সলোমন ওয়ান্তিরি বুধবার বলেন, মঙ্গলবার রাতে হামলাকারীরা খনিটিতে আক্রমণ চালায়। হামলায় গুলিবিদ্ধ হয়ে আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা সশস্ত্র ফুলানি মিলিশিয়ার সদস্য।
প্লাটো রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো বলেন, এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
এই হামলাটি নাইজেরিয়ার ‘মিডল বেল্ট’ হিসেবে পরিচিত প্লাটো অঞ্চলের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার চিত্র আরও স্পষ্ট করেছে।
রয়টার্স লিখেছে, এ অঞ্চলে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা এবং কৃষক ও পশু পালকদের সংঘর্ষে প্রায়ই প্রাণঘাতী সহিংসতার ঘটনা ঘটে। শান্তি ফিরিয়ে আনার সরকারি আশ্বাস সত্ত্বেও সহিংসতা হ্রাস পায়নি।