সংসদ নির্বাচন: প্রার্থী হবেন কীভাবে, প্রস্তাবক-সমর্থকের করণীয় কী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় শুরু হয়ে গেছে। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাড়ছে প্রার্থী, প্রস্তাবক, সমর্থক, দলীয় লোকজনের আনাগোনা।
গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের জন্য তফসিল ঘোষণা করেন।
এর পরদিন মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, জামানত, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র দাখিলকারীদের তথ্য প্রদান, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, বৈধভাবে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ—এমন সব বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
মনোনয়নপত্র জমা
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হিসেবে আগামী ২৯ ডিসেম্বরকে ঠিক করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।
সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, যোগ্য ব্যক্তিরা মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে পারবেন রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে। প্রার্থী ছাড়াও প্রস্তাবকারী বা সমর্থনকারীকে সরাসরি জমা দিতে হবে।
মনোনয়নপত্র গ্রহণ করার সময় মনোনয়নপত্রের নির্ধারিত স্থানে ক্রমিক নম্বর দেবেন রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা।
>> একজন প্রার্থী এক স্থানে একাধিক মনোনয়নপত্র জমা দিলে সেক্ষেত্রে প্রথমে একটি পূর্ণ নম্বর দেওয়া হবে; পরেরগুলোতে বন্ধনী দিয়ে ক, খ অথবা ১, ২ ইত্যাদি দেওয়া যাবে।
>> প্রাপ্তি স্বীকার রশিদ ও বাছাইয়ের নোটিস জানানো হবে প্রার্থী বা প্রস্তাবকারী বা সমর্থনকারীকে।
প্রস্তাবক ও সমর্থক হতে পারবেন কারা
প্রার্থী হতে যে যোগ্যতা লাগে, একই যোগ্যতা থাকতে হবে তার প্রস্তাবক ও সমর্থককে। তবে একই প্রস্তাবক ও সমর্থক আর অন্য কোনো প্রার্থীর মনোনয়নপত্রে সই দিতে পারবেন না বলে ঘোষণা দিতে হবে। প্রার্থীকেও তিনটির বেশি মনোনয়নপত্র জমা দিচ্ছেন না বলে ঘোষণা দিতে হবে।
পরিপত্রে প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবকারী-সমর্থনকারীদের যোগ্যতায় বলা হয়েছে—কোনো নির্বাচনি এলাকার যেকোনো ভোটার এ এলাকার সংসদ সদস্য নির্বাচনের জন্য সংবিধানের ৬৬ অনুচ্ছেদের যোগ্যতা সম্পন্ন যেকোনো ব্যক্তির নাম প্রস্তাব বা সমর্থন করতে পারবেন।
>> প্রস্তাবকারী বা সমর্থনকারী হিসেবে অন্য কোনো মনোনয়নপত্রে স্বাক্ষরদান করেননি—এমন ব্যক্তি প্রস্তাবক বা সমর্থক হতে পারবেন।
>>নির্ধারিত ফরমে প্রত্যেক মনোনয়ন প্রস্তাব পৃথক মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করতে হবে, যাতে প্রস্তাবকারী ও সমর্থনকারীর সই থাকতে হবে।