সুদানের একটি খালে কিছুদিন পরপর লাশ ভেসে উঠছিল কেন?
জানুয়ারিতে সুদানের রক্তক্ষয়ী যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ শহর দখলের উদযাপন করছিলেন দেশটির সেনাপ্রধান। তিনি দাঁড়িয়ে ছিলেন একটি খালের পাশে।
মাত্র দুই দিন পর সেই একই খালের ৫০ মাইলেরও কম দূরে ভেসে উঠে একাধিক লাশ, যাদের অনেকেই ছিলেন সাধারণ পোশাকে।
কী ঘটেছিল তা জানতে তদন্তে নামে সিএনএন। ধীরে ধীরে এক ভয়াবহ ঘটনার ধারাবাহিকতা উন্মোচিত হয়।
ভয়াবহ মানবিক বিপর্যয়
সুদানের গৃহযুদ্ধ ক্রমেই আরও ভয়ংকর হয়ে উঠছে। ধারণা করা হচ্ছে, এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত, প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত এবং বহু অঞ্চল ভয়াবহ দুর্ভিক্ষের কবলে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী (এসএএফ) ও বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধ চলছে। সাম্প্রতিক সময়ে আরএসএফের বর্বরতা চরম-মাত্রায় পৌঁছেছে, বিশেষ করে পশ্চিম দারফুরের এল ফাশের শহরে গণহত্যার অভিযোগ উঠেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মানবিক বিপর্যয়