নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে, কোনো আশঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ২০:২০

নির্বাচন বানচাল বা ক্ষতিগ্রস্ত করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ভাষ্য অনুযায়ী, নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন অনুযায়ী কঠোর অবস্থানে থাকবে।


আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ ।


তিনি বলেন, 'যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সব বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইস ভেরি ক্লিয়ার।'


ইসি সানাউল্লাহ বলেন, 'নির্বাচন সময়মতো হবে। নির্বাচনের পথে যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে, সেগুলো সম্পর্কে নির্বাচন কমিশন ও সরকার অবহিত'। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও