ভোটের মাঠে শঙ্কা বাড়াচ্ছে ‘টার্গেট কিলিং’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩

জাতীয় নির্বাচনের বহুল প্রত্যাশিত তফসিল ঘোষণা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। তফসিলের পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা উৎকণ্ঠা বাড়িয়েছে আরও।


আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটছে কয়েক মাস ধরে। বাড়ছে রাজনৈতিক হত্যাকাণ্ড। গত ১১ মাসে দেশে রাজনৈতিক খুন ৯৮টি। ভোটের মাঠে সন্ত্রাস ও সহিংসতার আশঙ্কায় নানান স্তরে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা অপরিহার্য হলেও বাস্তবে তার চিত্র এখনো প্রত্যাশিত জায়গায় পৌঁছায়নি।


বিশেষজ্ঞরা বলছেন, ভয়হীন ভোটের পরিবেশ গড়ে তুলতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার নিশ্চিত না করা গেলে নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে।


আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হরহামেশাই আগ্নেয়াস্ত্রের ব্যবহার হচ্ছে। ৫ আগস্টের পর পুলিশের লুট হওয়া অস্ত্র, জমা না দেওয়া অস্ত্র এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চলমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালু করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও