দীর্ঘস্থায়ী শুকনো কাশির পাঁচ কারণ

যুগান্তর প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫

শুকনো বা দীর্ঘদিনের কাশি এমন এক বিরক্তিকর সমস্যা, যা অনেক সময় সাধারণ সর্দিজ্বরের পরও সপ্তাহের পর সপ্তাহ, কখনো মাসের পর মাস স্থায়ী হতে পারে। ফলে দৈনন্দিন কাজে অস্বস্তি, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ ও কর্মক্ষমতা হ্রাস সবই দেখা দেয়। দীর্ঘস্থায়ী কাশির পেছনে সাধারণত কিছু নির্দিষ্ট ও চিকিৎসাযোগ্য কারণ থাকে। নিচে গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ তুলে ধরা হলো-


* কফ ভেরিয়েন্ট অ্যাজমা


অ্যাজমার একটি বিশেষ ধরন হলো কফ ভেরিয়েন্ট অ্যাজমা। এতে শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভূত না হলেও শুকনো কাশি বারবার হতে দেখা দেয়। সাধারণত রাতে কাশি বেশি হয় এবং ধুলাবালু, ঠান্ডা বাতাস বা অ্যালার্জিজনিত কারণে উপসর্গ তীব্র হতে পারে। সঠিকভাবে নির্ণয়ের জন্য শ্বাসক্রিয়া পরীক্ষা ও প্রয়োজনে ইনহেলার ব্যবহারের প্রয়োজন হতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


* পোস্টনাসাল ড্রিপ


নাকের ভেতরে তৈরি হওয়া তরল ধীরে ধীরে গলার দিকে নেমে এলে তা স্বরযন্ত্রে উত্তেজনা সৃষ্টি করে এবং এর ফলে দীর্ঘস্থায়ী কাশি দেখা দেয়। সাইনোসাইটিস, অ্যালার্জি, ভাইরাস সংক্রমণ বা বারবার হাঁচি এসবই পোস্টনাসাল ড্রিপের সাধারণ কারণ। দীর্ঘস্থায়ী শুকনো কাশির অন্যতম প্রচলিত উৎস এটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও