You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগের বিকল্প নেই: লুৎফে সিদ্দিকী

বাংলাদেশকে এখন বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফে সিদ্দিকী।

আজ শুক্রবার চট্টগ্রামে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'এফডিআই দেশের ওপর বাড়তে থাকা আর্থিক চাপ মোকাবিলায় ও অতিরিক্ত মুদ্রা ছাপানোর ঝুঁকিপূর্ণ পথ এড়াতে একপ্রকার "গাণিতিক প্রয়োজন" হয়ে দাঁড়িয়েছে।'

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল 'ভবিষ্যৎ দিকনির্দেশনা: এফডিআই, আর্থিক খাত সংস্কার ও এলডিসি গ্র্যাজুয়েশন' শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

লুৎফে সিদ্দিকী বলেন, এফডিআই না বাড়ার কারণ বা আর্থিক খাতে আর কী করা প্রয়োজন, এসব বিষয়ে যেসব ব্যাখ্যা বা অজুহাত দেওয়া হয়, অনেকটাই সেগুলো 'মূল কারণ নয়, বরং উপসর্গ মাত্র'।

তিনি বলেন, 'সরকারের বাজেট ব্যয়ের সবচেয়ে বড় অংশ এখন সুদ পরিশোধে যাচ্ছে। এনবিআরের মোট রাজস্বের ২১ শতাংশ সুদ খাতে ব্যয় হচ্ছে। প্রতিদিন প্রায় ৩৩৬ কোটি টাকা এবং প্রতি ঘণ্টায় ১৪ কোটি টাকা সুদ পরিশোধ করতে হচ্ছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন