গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদের আজ জানাজা, দোষী ব্যক্তিদের বিচার চান বাবা
প্রথম আলো
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩১
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ আর নেই। ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
গত বুধবার দুপুরে তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর গর্তে পড়ে যায়। সে ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টায় বাড়ির পাশে স্থানীয় মাঠে শিশু সাজিদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল রাতেই সাজিদের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। আদরের সন্তানকে হারিয়ে তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাড়িতে এখন চলছে শোকের মাতম।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশুর মৃত্যু