স্থানীয় সরকারে আদিলুর, তথ্যে রিজওয়ানা, ক্রীড়া গেল আসিফ নজরুলের কাছে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৮
দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হওয়ার পর পরই তাদের রেখে যাওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব অন্যান্য উপদেষ্টার মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে।
আদিলুর রহমান খানকে নতুন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আসিফ নজরুল বাড়তি দায়িত্ব হিসেবে সামলাবেন যুব ও ক্রীড়া এবং সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টনের প্রজ্ঞাপন প্রকাশ করে।