১৫ বছর পর আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

যুগান্তর প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:৪২

বলিউডের কালজয়ী ব্লকবাস্টার ৩ ইডিয়টস–এর সিক্যুয়েল অবশেষে আসছে। মুক্তির ১৫ বছর পর আবারও এক ফ্রেমে দেখা যাবে আমির খান, কারিনা কাপুর খান, আর. মাধবন ও শারমান জোশিকে। ছবিটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি এবং প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া।


সরাসরি প্রথম পর্বের গল্পের পর


প্রতিবেদনে বলা হয়েছে, সিক্যুয়েলটি ২০০৯ সালের ছবির সরাসরি ধারাবাহিকতা হিসাবেই তৈরি হচ্ছে। প্রায় দেড় দশক পর ফের দেখা মিলবে র‍্যাঞ্চো, পিয়া, ফারহান ও রাজুর। প্রথম ছবির আবেগঘন সমাপ্তির পর চরিত্রগুলোর জীবনে কী পরিবর্তন এসেছে—তা নিয়েই এগোবে নতুন কাহিনী। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, এটি হবে নতুন, অর্থবহ এবং হাস্যরসাত্মক এক অভিযান।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও