বড় ধাক্কা শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগে
কালের কণ্ঠ
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৯
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে এবারও বড় কাটছাঁট হচ্ছে উন্নয়ন বাজেটে। বরাবরের মতো এবারও বড় কাটছাঁট হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। তবে এই তালিকার নতুন করে যুক্ত হয়েছে যোগাযোগ খাত।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সীমিত রাজস্ব আয় ও অনেক প্রকল্পের ধীর বাস্তবায়নের কারণে ব্যয় সংকোচন জরুরি হয়ে পড়ায় এসব খাতে বরাদ্দ সর্বোচ্চ ৬৩ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
গত মঙ্গলবার প্রোগ্রামিং ডিভিশন সংশোধিত প্রকল্পভিত্তিক বরাদ্দ কমিশনের বিভিন্ন ডিভিশনে পাঠিয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) দুই লাখ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ধরা ছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। আরএডিপিতে উন্নয়ন বাজেট কাটছাঁট হচ্ছে ৩০ হাজার কোটি টাকা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- উন্নয়ন প্রকল্প