গায়েহলুদে মুখের হলুদ ছোপ এড়ানোর সঠিক উপায়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯

রূপচর্চায় প্রাচীনকাল থেকে হলুদের ব্যবহার চলে আসছে। বিয়ের আগে কনের গায়েহলুদ মাখা একটি বহু পুরোনো রেওয়াজ। গায়েহলুদ হলে কাঁচা হলুদের মতোই রূপ ফুটে ওঠে-এই ধারণা থেকেই সম্ভবত এই রেওয়াজ। তবে শুধু রেওয়াজ নয়, হলুদে থাকা বিভিন্ন উপাদান সত্যিই ত্বকের জন্য উপকারী।


কিন্তু ভয় আছে গায়ে হলুদ নিয়ে। যদি মুখেও হলুদ মাখে তাহলে কাঁচা হলুদের দাগ ত্বক থেকে সহজে ওঠে না। যতই ফেসওয়াশ ব্যবহার করুন না কেন, ত্বকে হলদেটে ছোপ থেকে যায়। স্পর্শকাতর ত্বকে হলে র‍্যাশ, জ্বালা বা চুলকানি দেখা দিতে পারে।


আসুন জেনে নেওয়া যাক কীভাবে হলুদ ব্যবহার করবেন-


১. বেসন ও টকদই মিশিয়ে প্যাক তৈরি করুন
গায়ে হলুদের সময় কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ার সঙ্গে সরিষা তেল মেশান। শুধু তেল দিয়ে চলবে না; বেসন এবং টকদই মিশালে মুখ ধোয়ার সময় সহজে হলুদ ছোপ উঠে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়বে।


২. বেকিং সোডা ও লেবুর রস ব্যবহার করুন
হলুদের প্যাকে এক চিমটি বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন। তবে এর আগে প্যাচ টেস্ট করে নিন। স্পর্শকাতর ত্বকে বেকিং সোডা ও লেবুর রস ব্যবহার এড়ানো উচিত। এই দুই উপাদান থাকলে মুখে হলুদের ছোপ পড়ার আশঙ্কা থাকে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও