‘রাতারাতি’ নবায়নযোগ্য জ্বালানিতে ‘জাম্প’ সম্ভব না: পরিবেশ উপদেষ্টা
জীবাষ্ম জ্বালানি থেকে ‘রাতারাতি’ নবায়নযোগ্য জ্বালানিতে লাফ দেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বরং ‘বাস্তবভিত্তিক পথনকশা’ ধরে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার ঢাকায় সামরিক জাদুঘরে বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “এখনো যখন আমাদেরকে বলে যে, বিভিন্ন জায়গায় শিল্পপতিরা, যে আমরা গ্যাস পাচ্ছি না, বিভিন্ন জায়গায়। আমার নিজের বাসাতেও তো ‘সমস্যা আমি ফেইস করছি’ কিন্তু। আপনারাও অনেকের মিরপুরে যাদের বাসা আপনারা ফেইস করছেন।
“এখন মানুষ গ্যাস চায়। আপনি নবায়নযোগ্য চান। এখন নবায়নযোগ্য জ্বালানির পথে উত্তরণে আমাদের যেটুকুন সময় লাগবে সেটুকুন সময় আমাদেরকে দিতে হবে। সেটুকুন বিনিয়োগ আমাদেরকে করতে হবে। এটা সরকারের প্রাধিকার হিসেবেই সরকারকে নিয়ে করতে হবে। কিন্তু রাতারাতি এই ‘জাম্পটা’ করে ফেলা হয়তো সম্ভব হবে না।”
‘রাতারাতি’ না করে একটা লক্ষ্য ধরে সে মোতাবেক পরিকল্পনা ও ‘বাস্তবভিত্তিক পথনকশা’ তৈরির কথা বলেন তিনি।
এর উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, “আমাদের এই দেড় বছরে মারাত্মক...শুরুর পর্যায়টা কেমন ছিল আপনারা দেখেছেন। এখন আমরা নির্বাচনমুখী হয়ে গেছি। সত্যিকার অর্থে আমরা ‘কংক্রিট’ কাজ করার সময় পেয়েছি এক বছর মতন।