রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারিত হবে শিগগিরই: মাহী বি চৌধুরী
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য ‘নির্ধারিত হবে’ হবে বলে মন্তব্য করেছেন মাহী বি চৌধুরী।
প্রয়াত রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী তার ফেইসবুক পোস্টে এ কথা বলেছেন।
বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র মাহী তার পোস্টের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুরনো দুটি ছবি যুক্ত করা হয়েছে পোস্টে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ এই অঙ্গীকারের প্রশংসা করে পোস্টে মাহী বি চৌধুরী বলেন, “তারেক রহমান যে অঙ্গীকার উচ্চারণ করেছেন—“সবার আগে বাংলাদেশ”—এটি কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়; এটি আমাদের জাতীয় ইতিহাস ও দায়বদ্ধতার ধারাবাহিকতা।
“১৯৭১ সালে এক তরুণ মেজর জিয়া তার পরিবার, ছোট সন্তান কিংবা ব্যক্তিগত নিরাপত্তার কথা ভাবেননি—তিনি দেশকে বেছে নিয়েছিলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাঁর স্বাধীনতার ঘোষণা একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করেছিল। আজ বাংলাদেশ আবারও এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। সামনের কয়েক সপ্তাহেই এই দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারিত হবে।”