ভারতের কারাগারে অর্ধ শতাধিক বাংলাদেশি জেলে, উদ্বেগে পরিবার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:২৫

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের অর্ধশতাধিক জেলে জলসীমা অতিক্রম করায় ভারতের কোস্ট গার্ড তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায় বলে স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।


এর মধ্যে ভারতের কারাগার থেকে কেউ কেউ পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। নিখোঁজ জেলেদের বেঁচে থাকার খবর পেয়ে পরিবারে স্বস্তি ফিরেছে।


অপরদিকে কেউ কেউ ‘লোক মারফত’ জানতে পেরেছে যে, তাদের পরিবারের সদস্যরা ভারতের কোস্ট গার্ডের হাতের গ্রেপ্তার হয়েছেন। তারা উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছেন।


১০ নভেম্বর ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে, ১৯ নভেম্বর কুতুবদিয়ার ২৮ জেলে, একই দিন কুতুবদিয়া ও বাঁশখালীর ২৬ জেলে এবং সবশেষ ৩০ নভেম্বর কুতুবদিয়ার আরও ১৫ জেলে ভারতের কোস্ট গার্ড গ্রেপ্তার করেছে স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।


কুতুবদিয়া ও বাঁশখালীর জেলেরা দুই সপ্তাহের মধ্যে গ্রেপ্তার হয়েছেন।


বাংলাদেশি জেলেদের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও