You have reached your daily news limit

Please log in to continue


এমবাপের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল

টানা তিন ম্যাচ ড্র করার পর অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। দলকে জেতাতে জোড়া গোল করলেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। গোল পেয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গাও।

বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গিয়ে রিয়াল জিতেছে ৩-০ গোলে। এই জয়ে লা লিগায় টানা তিন ম্যাচ জয়হীন ধারার অবসান ঘটিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল জাবি আলনসোর দল।

১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানেই থাকল রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা এখন মাত্র ১ পয়েন্ট পিছিয়ে।

ম্যাচের শুরুটা দারুণ করে রিয়াল; সপ্তম মিনিটেই গোল করে দলের খাতা খোলেন এমবাপে। মাঝমাঠের কাছে একটি লং বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি দুজন ডিফেন্ডারকে কাটিয়ে একক প্রচেষ্টায় দ্রুতগতিতে এগিয়ে যান এবং পেনাল্টি বক্সের কোণা থেকে বাঁকানো এক দর্শনীয় শটে বল জালে জড়ান।

প্রথমার্ধের ঠিক আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে মাদ্রিদ। ধীর-স্থির আক্রমণের একপর্যায়ে ডান প্রান্ত থেকে ফার পোস্টে দুর্দান্ত এক ক্রস বাড়ান ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। সেই বল এমবাপে হেড করে সিক্স-ইয়ার্ড বক্সের ভেতর পাঠালে খুব কাছ থেকে হেড করে গোল করেন আরেক ফরাসী তারকা কামাভিঙ্গা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন