বাংলাদেশ দল চাঙা, তবে সমস্যা পিছু ছাড়ছে না
সপ্তাহখানেক আগে সংবাদ সম্মেলনে লিটন দাস এসেছিলেন গোমড়া মুখে, বেরিয়ে গিয়েছিলেন ক্ষোভে ফুঁসে। এমনকি নেতৃত্বে থাকা নিয়েও সংশয় জেগেছিল তার।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষের দিন অবশ্য বাংলাদেশ অধিনায়ককে পাওয়া গেল একদম ভিন্ন মেজাজে। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি হাসলেন, হাসালেন। নেতৃত্ব নিয়েও সংশয় উড়িয়ে বিশ্বকাপে স্বপ্নের কথা জানালেন। পিছিয়ে থেকে সিরিজ জেতার স্বস্তির পাশাপাশি নির্বাচকদের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে ফেলাও হয়তো কারণ। তবে সব অস্বস্তি যে দূর করা গেছে এমন না।
'বিশ্বকাপে ভালো খেললেই হলো,' লিটন দাস কথাটা বলে একটু হাসলেন। কথাটা বলেছেন সদ্যসমাপ্ত সিরিজে মিডল অর্ডারে যারা রান পাননি তাদের নিয়ে। এতে একটা বিষয় পরিষ্কার, মিডল অর্ডারের ব্যাটাররা রান না পেলেও আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের জায়গা নিয়ে কোনো সংশয় নেই।
শুধু এই সিরিজ না, বাংলাদেশের টি-টোয়েন্টি দলের মিডল অর্ডার নিষ্প্রভ অনেকদিন ধরেই। মাঝে-মধ্যে রান এলেও সেটা ম্যাচের ফলের জন্য প্রভাবক হয় না। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও এই সংকট থেকে বের হওয়ার আভাস মেলেনি। তবে পিছিয়ে থেকে সিরিজ জিতে নেওয়ায় যা হয় আরকি— জিতে গেলে অনেক রোগই সাময়িকভাবে পড়ে যায় আড়ালে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা ছিল একদমই প্রত্যাশিত। এমনকি র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলটির বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিতলেও সেটা নিয়ে খুব একটা বাড়বাড়ির অবকাশ নেই। জেতার বাইরে বিশ্বকাপ সামনে রেখে আসলে ঘাটতির জায়গা পূরণ হলো কিনা এটা বড় প্রশ্ন। বাংলাদেশ দল আপাতত এই প্রশ্ন এড়াতে চায়।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি ক্রিকেট
- দল ঘোষণা