খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতায় যুক্তরাজ্যের চিকিৎসক দল এভারকেয়ারে

ডেইলি স্টার এভারকেয়ার হসপিটাল ঢাকা প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য আজ মঙ্গলবার সকালে যুক্তরাজ্য থেকে চার সদস্যের চিকিৎসক দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।


ডা. রিচার্ড বিলির নেতৃত্বাধীন চিকিৎসক দলটি সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টা ৩৫ মিনিটে চিকিৎসকরা হাসপাতালের চতুর্থ তলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেন, যেখানে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন।


হাসপাতালের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, পরিদর্শনকারী চিকিৎসকরা তার সর্বশেষ মেডিকেল রিপোর্ট পরীক্ষা করবেন এবং তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাদের মূল্যায়ন দেওয়ার আগে মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শ করবেন।


সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথিও হাসপাতালে পৌঁছে সরাসরি সিসিইউতে যান।


হাসপাতালের কর্মকর্তারা জানান, চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম আজ সন্ধ্যার পরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও