খালেদা জিয়ার সুস্থতা চেয়ে যা বললেন ডিপজল

যুগান্তর প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 'সংকটাপন্ন' অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আপসহীন নেত্রীর দ্রুত রোগমুক্তি কামনা চেয়ে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।


সম্প্রতি সামাজিক মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। পোস্টে ডিপজল লিখেছেন— প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।


অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা একমত হয়েছেন। তারা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। অনেকে প্রার্থনা জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে। 


সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও