এমবাপ্পের পেনাল্টিতে রিয়ালের ড্র

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৯

লা লিগায় কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি জিরোনার বিপক্ষে পরাজয় থেকে বাঁচিয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো।


৬৭ মিনিটে নিচু শটের পেনাল্টিতে জাল খুঁজে নিয়ে ম্যাচে সমতা ফেরায় কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়ুস জুনিয়র বক্সে ফাউলের শিকার হলে এই পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। রিয়ালের জার্সিতে গত ১৯ ম্যাচে ২৩তম গোল এটি এমবাপ্পের।


প্রথমার্ধের একেবারে শেষ সময়ে গোল করে জিরানোকে এগিয়ে দেন আজ্জেদিন উনাহি। পুরো ম্যাচেই রিয়ালের খেলোয়াড়দের ভালোভাবে মার্কিং করে ম্যাচ কঠিন করে তোলে রিয়ালের জন্য। আক্রমণে ধারও ছিল না এমবাপ্পেদের।


এই ড্রয়ে রিয়াল এখনও লিগে দ্বিতীয় অবস্থানে রয়েছে, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে। প্রথমার্ধে এমবাপ্পে গোল করলেও বলটি তার হাতে লাগায় বাতিল হয়ে যায়। এরপরই গোল হজম করে রিয়াল। বক্সের বাইরের জোরালো শটে গোল করেন উনাহি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও