তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি কার নিয়ন্ত্রণে?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন না নাকি আসতে পারছেন না—এই প্রশ্নটি আপনার মনেও আছে। তবে এতদিন যেমনটি মনে করা হতো যে, তারেক রহমান দেশের পরিস্থিতি আরেকটু স্থিতিশীল হলেই বা নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে চলে আসবেন, সেই ধারণায় একটা বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছেন তারেক রহমান নিজেই। ফলে এটি এখন স্পষ্ট যে, তিনি আসলে আসতে পারছেন না। কেননা দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণে নেই। প্রশ্ন হলো, কে বা কারা এটা নিয়ন্ত্রণ করছেন?
বাংলাদেশ সময় শনিবার সকালে লন্ডনে থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে-কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’
তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটি তার নিজের হাতে নেই—এরকম কথা সামনে আসার পরে অনেকে মনে প্রশ্ন তৈরি হয়েছে যে, তাহলে এটা কি অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছে? সরকার কি তার দেশে ফেরার ব্যবস্থা করছে না বা তার দেশে ফেরার পথে কোনো আইনি, রাজনৈতিক বা কৌশলগত সমস্যা জিইয়ে রেখেছে?
সরকারের উপদেষ্টা ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথাবার্তায় অবশ্য সেটি মনে হয় না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। শনিবার ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ওয়ান–ইলেভেনের পর ২০০৮ সালে কারাগার থেকে বেরিয়ে সপরিবার যুক্তরাজ্যে যান। তারপর আর তিনি দেশে ফেরেননি। বিদেশে থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি।
গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ায় বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হওয়ার পর তার ফেরার আলোচনা শুরু হয় এবং তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে বারবার বলা হলেও সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ কেউ বলতে পারেননি। কিন্তু সম্প্রতি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে এবং তার জীবন অত্যন্ত সংকটাপন্ন বলে গণমাধ্যমে খবর প্রকাশের পরে শোনা যাচ্ছিল, তারেক রহমান হয়তো খুব দ্রুতই দেশে আসবেন। কিন্তু এরকম বাস্তবতার ভেতরে তারেক রহমান ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন যে, তার দেশে ফেরাটা খুব সহজ নয়।
অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতনের পরে এক বছরের বেশি সময় পার হয়ে গেলও তারেক রহমান কেন দেশে আসছেন না বা আসতে পারছেন না—সেটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। কিন্তু এর সঠিক উত্তর এখনও অজানা।