৭১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় লিভারপুলের
মৌসুমের শুরুতে টানা সাত ম্যাচ জিতে সবার চোখে ছিল শিরোপাধারীর ছাপ। আরনে স্লটের হাত ধরে লিভারপুল যেন তৈরি হয়েছিল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে বড় কিছুর দাবি নিয়ে। কিন্তু কয়েক মাসের ব্যবধানে স্বপ্ন বদলে গেছে দুঃস্বপ্নে। ভয়াবহ ছন্দপতনে ৭১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে অলরেডরা।
বুধবার রাতে অ্যানফিল্ডেই পিএসভির কাছে ৪-১ গোলের বিব্রতকর হার শুধু অবস্থানই নয়, আত্মবিশ্বাসও পাতালে নামিয়ে দিয়েছে লিভারপুলের। যা ১৯৫৩-৫৪ মৌসুমের পর প্রথমবার টানা ১২ ম্যাচে নয়টি হার, পরিসংখ্যান এতটাই অস্বস্তিকর যে চোখে পড়লেই ভীষণ ভারী লাগে।
একই সঙ্গে সব প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে তিন বা ততোধিক গোলের ব্যবধানে হারল লিভারপুল। সেটিও ১৯৫৩ সালের পর প্রথম। পাঁচ দিনের ব্যবধানে ঘরের মাঠে সাত গোল হজম, যেখানে অ্যানফিল্ড বহুদিন ধরেই প্রতিপক্ষের আতঙ্কের জায়গা ছিল।
দলের এমন বেহাল অবস্থায় হতাশ কুর্টিস জোন্স বললেন, 'আমার কাছে কোনো উত্তর নেই। এটা গ্রহণযোগ্যও নয়। আমি রাগ পেরিয়ে গেছি, এখন আর শব্দই খুঁজে পাই না।'
সমর্থকেরা যারা গত মৌসুমেই স্লটের প্রথম বছরেই শিরোপা দেখে উচ্ছ্বসিত ছিলেন, আজ তারা প্রশ্ন তুলছেন, এই ডাচম্যানই কি লিভারপুলকে ফের জাগাতে পারবেন?
- ট্যাগ:
- খেলা
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
- লিভারপুল