শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ

ডেইলি স্টার পূর্বাচল প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৪

পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার।


গত ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ১৩টি শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন।


দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, ২৩ জন আসামির মধ্যে ২২ জন আদালতে হাজির না হওয়ায় দ্রুত বিচার সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, বেলা ১১টায় রায় ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।


তিনি আরও বলেন, হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ২৮ জন; হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় ২২ জন; এবং হাসিনা ও জয়সহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা অন্য মামলায় ২৭ জন সাক্ষ্য দিয়েছেন। 


পিপি আরও বলেন, মামলাগুলোর অধিকাংশ সাক্ষীই অভিন্ন।
 
তিনটি মামলার পাশাপাশি, ঢাকার বিশেষ জজ আদালত-৪ আগামী ১ ডিসেম্বর হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে প্লট জালিয়াতির অভিযোগে দায়ের করা আরেকটি দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও