নির্বাচনের আগে পুলিশ, প্রশাসন, বিচারকদের বড় বদলি–পদোন্নতি

প্রথম আলো প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ২২:৩৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ, প্রশাসন এবং অধস্তন আদালতের বিচারকদের বড় ধরনের বদলি ও পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার এক দিনে সব মিলিয়ে এক হাজারের বেশি কর্মকর্তাকে পদোন্নতি ও নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। এর মধ্যে পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অধস্তন আদালতের তিন স্তরের বিচারকেরা রয়েছেন।


জাতীয় নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ৬৪ জেলায় এসপি চূড়ান্ত করা হয়। আজ তাঁদের বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে ৫০ জন বর্তমান এসপিকে এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা হয়েছে। আর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা ১৪ পুলিশ কর্মকর্তাকে জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া রাজশাহী পুলিশ কমিশনার পদে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল পুলিশের ৩৩ জন কর্মকর্তাকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও