আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কাল অবরোধ

প্রথম আলো প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ২৩:০৬

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৯ জন আহত হয়েছেন বলে আন্দোলকারীরা দাবি করেন। একই দাবিতে তাঁরা আগামীকাল বুধবার অবরোধ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।


আন্দোলনকারী প্রার্থী রাজিকুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমরা আজকের কর্মসূচি শেষ করে দিয়েছি। আগামীকাল আবারও অবরোধ কর্মসূচি পালন করব। একই সঙ্গে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা বর্জন করার ঘোষণা দেব। পিএসসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। তিনি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করছেন। পুলিশের লাঠিপেটায় ৯ জন আহত হয়েছে।’


৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে মনে করছেন কিছু পরীক্ষার্থী। তাই তাঁরা পরীক্ষা পিছিয়ে ‘যৌক্তিক সময়ে’ নেওয়ার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ-অবস্থানের পর তাঁদের কর্মসূচি ছড়িয়ে পড়েছে দেশের কয়েকটি স্থানে। ২২ ও ২৩ নভেম্বর রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে টানা কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় আজ ঢাকায় কর্মসূচি পালিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও