সরকারি সংস্থা সেজে মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীদের হয়রানি করছে কিছু চক্র। এসব বন্ধে ব্যবস্থা নিতে আইফোন নির্মাতা অ্যাপল ও সার্চ জায়ান্ট গুগলকে নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর সরকার।
মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোম্পানির বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে কেউ যেন সরকারি দপ্তরের নাম বা পরিচয় নকল করে মানুষকে প্রতারণা করতে না পারে অ্যাপল ও গুগলকে সেই নির্দেশনা দিয়েছে তারা।
সিঙ্গাপুরের অনলাইন ‘ক্রিমিনাল হার্মস অ্যাক্ট’-এর অধীনে এই নির্দেশ দিয়েছে সংস্থাটি। দেশটির পুলিশ বলছে, অ্যাপলের ‘আইমেসেজ’ ও ‘গুগল মেসেজেস’-এ সিঙ্গাপুরের ডাক বিভাগ ‘সিংপোস্ট’-এর মতো সংস্থার পরিচয় নকল করে প্রতারণার চেষ্টা করছে কিছু প্রতারক।