রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ শুনে সকাল ‘রঙিন’ হল আফজাল হোসেনের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১৩:৩৬

সকালটা স্বাভাবিকভাবেই শুরু হয়, কিন্তু কখনো কখনো একটি গান দিনের রঙ বদলে দিতে পারে। কোক স্টুডিও বাংলায় কিংবদন্তী শিল্পী রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ গানটি শুনে এমনই সুন্দর অভিজ্ঞতা হওয়ার কথা বলেছেন অভিনেতা আফজাল হোসেন।


‘মাস্ত কালান্দার’ গানটি শুনে শুক্রবার এক ফেইসবুক পোস্টে আফজাল হোসেন লিখেছেন, “সকালটা সুন্দর হয়ে গেল। রোজ অপ্রয়োজনীয় বিষয়, ভুল ভাবনা ও মন্দ চর্চায় দিন কাটে আমাদের।”


রুনা লায়লাকে ‘একজন অসাধারণ শিল্পী’ হিসেবে বর্ণনা করে আফজাল লিখেছেন, “অল্প কথায় এটাই তার পুরো পরিচয়। সে পরিচয় এতটা বড় যে, শিল্পী পরিচয়ের আলোতে আলোকিত হতে পারে একটা পুরো দেশ। তিনি এমন একমাত্র শিল্পী, যিনি পাকিস্তান এবং ভারতের শ্রোতাদের কাছেও সমানভাবে জনপ্রিয় এবং সন্মানিত।


সেই সঙ্গে আফজাল প্রশ্ন তুলেছেন, “এমন শিল্পীর বিষয়ে আমরা কতটুকু মনোযোগী”


কিছুদিন আগে রুনা লায়লার জন্মদিন উদযাপন নিয়ে আফজাল হোসেন লিখেছেন, দেশের টেলিভিশন স্টেশনগুলো যেভাবে বিশেষ আয়োজন করেছে, তা শুধু উৎসব নয় এটি শিল্পীকে শ্রদ্ধা জানানোর দায়িত্ববোধের নিদর্শন।


কোক স্টুডিও বাংলার গানে রুনা লায়লার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এই দৃষ্টান্ত ‘আশাবাদী করে’ আফজালকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও