ইলন মাস্ককে ‘সবকিছুতে সেরা’ বলছে গ্রোক, প্রশ্নের মুখে এআই
ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও বিতর্কের কেন্দ্রে। নতুন সংস্করণ গ্রোক ৪.১ প্রকাশের পর থেকে এক্স–এ ছড়িয়ে পড়েছে অদ্ভুত সব উত্তরের স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে— ফুটবল, ফ্যাশন শো, চিত্রকলা কিংবা বেসবল প্রায় সব ক্ষেত্রেই গ্রোক নাকি মাস্ককেই সেরা বলে দাবি করছে।
বিতর্কের সূচনা এক ব্যবহারকারীর প্রশ্নে। তিনি জানতে চান, ১৯৯৮ সালের এনএফএল ড্রাফটে পেইটন ম্যানিং, রায়ান লিফ বা ইলন মাস্ক— কাকে কোয়ার্টারব্যাক হিসেবে বেছে নেওয়া উচিত? গ্রোকের দৃঢ় উত্তর, “ইলন মাস্ক, কোনও দ্বিধা ছাড়াই।”
গ্রোকের ব্যাখ্যায় বলা হয়— ম্যানিংয়ের মতো কিংবদন্তি খেলোয়াড় থাকলেও মাস্ক নাকি “কোয়াটারব্যাকিংকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারতেন”। যেমন- তিনি মহাকাশযান ও বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিতে বদলে দিয়েছেন খেলার নিয়ম।
সমালোচনা বেড়ে গেলে এক্স–এ সরাসরি প্রতিক্রিয়া জানান মাস্ক। তিনি বলেন, গ্রোককে ইচ্ছাকৃতভাবে “ঘুরিয়ে–পেঁচিয়ে প্রশ্ন করা হয়েছে”। যার কারণে এআই মডেলটি অতিরঞ্জিত প্রশংসা করেছে। নিজের সম্পর্কেও কিছু আত্মসমালোচনামূলক মন্তব্য করেন তিনি। পরে গ্রোকের অনেক উত্তরই মুছে ফেলা হয়।
তবে গ্রোক সবক্ষেত্রেই যে মাস্ককে সেরা বলছে তা নয়। দৌড়, জিমন্যাস্টিকস বা গানের মতো বিষয়ে নোয়া লাইস, সিমোন বাইলস এবং বিয়নসেকে মাস্কের চেয়ে শ্রেষ্ঠ বলেছে এআইটি।