হোয়াইট হাউসে উষ্ণ সাক্ষাতে মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

বিডি নিউজ ২৪ হোয়াইট হাউজ, ওয়াশিংটন প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১২:১৪

কয়েক মাস ধরে একে অপরকে যেভাবে অপমান করছিলেন, তাতে হোয়াইট হাউসে ডনাল্ড ট্রাম্প আর জোহরান মামদানির বৈঠকে কী তুলকালাম বাঁধে তা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল।


কিন্তু তাদেরকে হতাশ করে শুক্রবারের বৈঠকে দুজনই বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন, একে অপরের দিকে তাকিয়ে হেসেছেন, প্রশংসা করেছেন এবং জনসংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে অপরাধ দমন ও ব্যয় সাশ্রয়ে একসঙ্গে কাজ করার আশ্বাসও দিয়েছেন।


রাজনৈতিকভাবে পুরোপুরি বিপরীত দৃষ্টিভঙ্গি দুজনের। প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান ধনকুবের, অন্যদিকে কিছুদিনের মধ্যে নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব নিতে যাওয়া মামদানি তরুণ ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’। অভিবাসন থেকে শুরু করে অর্থনৈতিক নীতি, প্রায় সবকিছু নিয়েই দুজনের বিবাদ পরিষ্কার।


তারপরও এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রথম সাক্ষাতে দুজনের মধ্যেই এক ধরনের সখ্য গড়ে উঠেছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স।


নিউ ইয়র্ক রাজ্যের ৩৪ বছর বয়সী আইনপ্রণেতা মামদানি ওভাল অফিসে ট্রাম্পের ডেস্কের পাশে দাঁড়িয়ে থাকার সময় ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টকে তার দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে, কখনো কখনো হাতে আলতো উষ্ণ খোঁচাও দিয়েছেন। অথচ ক’দিন আগেই তিনি নিউ ইয়র্কের পরবর্তী মেয়রকে ‘ইহুদিবিদ্বেষী কমিউনিস্টসহ’ নানা নামে কটাক্ষ করেছিলেন।


মামদানির সঙ্গে একান্ত বৈঠক শেষে ওভাল অফিসে সাংবাদিক ও ক্যামেরা ঢোকার অনুমতি দেন ট্রাম্প। এরপর বলেন, “আমি যতখানি ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি কিছু নিয়ে আমরা একমত হয়েছি। আমাদের মধ্যে একটা মিল তো আছেই, আমরা দুজনই চাই আমাদের প্রিয় শহরটি (নিউ ইয়র্ক) ভালোভাবে এগিয়ে যাক।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও