ট্রাম্প-মামদানির বৈঠক, তিক্ততা ভুলে প্রশংসায় ভাসালেন একে অন্যকে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসে বৈঠক করেছেন। অতীতে পারস্পরিক সমালোচনা সত্ত্বেও তারা ফলপ্রসূ ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন।
গতকাল শুক্রবার আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প মামদানির প্রশংসা করেন। অথচ এই মুসলিম রাজনীতিককে তিনি কখনো জিহাদিস্ট, কখনো কমিউনিস্ট বলে সমালোচনা করেছিলেন। একসময় মামদানির নাগরিকত্ব বাতিলেরও হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, জীবনযাত্রার ব্যয়ের মতো ইস্যুতে গুরুত্ব দিয়ে সফল প্রচারণা চালানোর জন্য মামদানি প্রশংসার যোগ্য। 'আমাদের দারুণ একটি বৈঠক হয়েছে, সত্যিই ফলপ্রসূ একটি বৈঠক। আমাদের একটাই মিল— আমাদের চাওয়া, প্রিয় শহরটি আরও ভালো হোক।'
তিনি আরও যোগ করেন, মামদানি 'অসাধারণভাবে প্রচারণা চালিয়েছেন' এবং প্রতিদ্বন্দ্বীদের 'সহজেই' হারিয়েছেন।
জবাবে মামদানি বলেন, 'আমি প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠককে মূল্য দিই। তিনি যেমন বললেন, এটি ছিল একটি ফলপ্রসূ বৈঠক, যেখানে আমাদের উভয়ের ভালোবাসা ও প্রশংসার স্থান—নিউইয়র্ক সিটিকে কেন্দ্র করে আলোচনা হয়েছে।'