কাজ না করে মাঠে ময়দানে বক্তৃতা দেওয়ার রাজনীতি এখন চলবে না: শামা ওবায়েদ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:৪২
বিগত দিনে মাঠে-ময়দানে বক্তৃতা দিয়ে কাজ না করা রাজনীতি এখন কোনো কাজে লাগবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, ‘৫০ বছর ধরে দেখে আসছি সেই রাজনীতি আগামী দিনে যদি দেশের মাটিতে হয়, সে রাজনীতি কেউ মেনে নেবে না। আমাদের এখন রাজনীতি করতে হবে মানুষের জন্য, মানুষ ও মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।’
বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘রাজনীতি যদি করতে হয় সেটা প্র্যাকটিক্যাল বাস্তববাদী রাজনীতি করতে হবে। এই মাঠে-ময়দানে বক্তৃতা দিয়ে কোনো কাজ না করা এই যে পদ্ধতি চলেছে বিগত দিনে, সেই পদ্ধতি এখন আর কাজে লাগবে না।’
- ট্যাগ:
- রাজনীতি