জোটবদ্ধ নির্বাচনে প্রতীক নিয়ে বেকায়দায় বিএনপি
যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করার ক্ষেত্রে প্রতীকের বিধান নিয়ে কিছুটা বেকায়দায় পড়েছে বিএনপি। আরপিওর সংশোধনীর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে জোট করলেও দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে; যা জোটবদ্ধ ছোট দলগুলোর জয়ের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছে বিএনপি। এ নিয়ে দলটির মিত্র নিবন্ধিত ছোট দলগুলোর মধ্যেও উদ্বেগ কাজ করছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীতে আবার পরিবর্তন আনতে সরকারের ওপর চাপ তৈরির চিন্তা করছে বিএনপি। এ ক্ষেত্রে ছোট দলগুলোও যাতে মাঠে ভূমিকা রাখে, সে প্রত্যাশাও করে বিএনপি।
ইতিমধ্যে একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল প্রতীক-সংক্রান্ত আরপিওর ২০ (১) ধারার সংশোধনী বাতিল চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বলে দলগুলোর সূত্রে জানা গেছে।
এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের আসনগুলো এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এ নিয়ে শরিকদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নেতারা বৈঠক করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী সপ্তাহ-দশ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
তবে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, যুগপৎ আন্দোলনের সঙ্গী ও শরিক দলগুলোর চাহিদামতো আসন সমঝোতার ক্ষেত্রে তাঁরা কিছুটা জটিলতায় পড়েছেন। কিন্তু তার চেয়েও বড় সমস্যা মনে করা হচ্ছে জোটগত ভোটেও নিজস্ব প্রতীকে ভোট করার বিধানটিকে।