ঢাকা এখন পোস্টারে ঢাকা
বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম পোস্টারবিহীন সংসদ নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু তফসিল ঘোষণার তিন সপ্তাহ আগে রাজধানীর পথ-ঘাট দেখে তা বোঝার উপায় নেই।
ধানমন্ডি এলাকার একাংশ ঢাকা-১০ আসন; আরেক অংশ ঢাকা-১৩ আসনে পড়েছে। ধানমন্ডি-২৭ এর আই-হাসপাতালের পাশে দাঁড়াতেই দেখা গেল অলিগলির দেয়াল, বিদ্যুতের খুঁটি, বাসার গেইট––সবখানে সম্ভাব্য প্রার্থীদের রঙিন পোস্টার।
বুধবার সকালে ধানমন্ডির শঙ্কর এলাকার ছোট এক গলির মধ্যেই দেখা গেল ‘সর্বস্তরের জনগণ’-এর নাম দিয়ে ঢাকা-১৩ আসনে জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন, ঢাকা-১০ আসনে খেলাফত মজলিশের মুফতি ইলিয়াস হামিদী, বিএনপির নাসির উদ্দিন আহমেদ অসীম, সিপিবির শংকর আচার্য, জামায়াতের জসীম উদ্দিন সরকারের রঙিন পোস্টার সাঁটানো হয়েছে দেয়ালে দেয়ালে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে। এরই মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা শুরু হয়েছে। আগাম প্রচারের ডামাডোলে সম্ভাব্য প্রার্থীরা তাদের উপস্থিতির জানান দিচ্ছেন পোস্টারে পোস্টারে।
গত ১১ নভেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি’ জারি করেছে ইসি। সেখানে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞাসহ বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।