সৌদি যুবরাজের সম্মানে আয়োজিত ট্রাম্পের নৈশভোজে অতিথি ইলন মাস্ক, রোনালদো

প্রথম আলো প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৩:২০

যুক্তরাষ্ট্রে সফররত সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে নৈশভোজ আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প।


জাঁকজমকপূর্ণ এ নৈশভোজে আরও বেশ কয়েকজন তারকা অতিথি উপস্থিতি ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক ও পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকও এতে অংশ নেন।


নৈশভোজে অতিথিদের তালিকায় প্রযুক্তি ও ক্রীড়াজগতের আরও কয়েকটি বড় নাম ছিল। তাঁদের মধ্যে অন্যতম, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ও মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বো।


ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নৈশভোজে অতিথি হয়ে আসা খানিকটা চমকই ছিল। কারণ, গত কয়েক মাসে ট্রাম্প-মাস্ক প্রকাশ্যে একাধিকবার বিরোধে জড়িয়েছেন। মঙ্গলবারের নৈশভোজে মাস্কের উপস্থিতি ট্রাম্পের সঙ্গে তাঁর বিবাদ মেটার ইঙ্গিত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও