ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন, এআইসহ যুক্ত হয়েছে নানা সুবিধা
ফেসবুক মার্কেটপ্লেসে বড় ধরনের পরিবর্তন আনছে মেটা। প্ল্যাটফর্মটিকে আরও ব্যবহারবান্ধব করতে কোলাবোরেশন বায়িং বা কেনাকাটা, নতুন সোশ্যাল ফিচার, উন্নত চেকআউট–সুবিধা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নানা সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন সংযোজনগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কালেকশনস নামের ফিচার। এতে ব্যবহারকারীরা পছন্দের পণ্যের আলাদা তালিকা তৈরি করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী তালিকাটি পাবলিক বা ব্যক্তিগতভাবে নির্ধারণ করা যাবে। তালিকা সংরক্ষণের পর এতে বন্ধু যোগ করার সুযোগও থাকছে। ব্যবহারকারীরা চাইলে ফিড, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য প্ল্যাটফর্মে সংগ্রহের হালনাগাদ তথ্য শেয়ার করতে পারবেন।
মেটা জানায়, তারা পরীক্ষামূলকভাবে ‘কোলাবোরেটিভ বায়িং’–সুবিধা চালু করেছে। এ সুবিধায় ক্রেতারা চাইলে বিক্রেতার সঙ্গে চলমান চ্যাটে কোনো বন্ধুকে যুক্ত করতে পারবেন। এতে দরদাম, পণ্য সংগ্রহের সময় নির্ধারণ বা অন্য কোনো প্রশ্নে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। নতুন বাসার আসবাব কেনার মতো যৌথ সিদ্ধান্তে এ ফিচারের ব্যবহার উল্লেখযোগ্য হতে পারে।
প্রতিষ্ঠানটি বলছে, ঘোষণা করা এসব পরিবর্তন মার্কেটপ্লেসকে আরও কার্যকর করতে সাহায্য করবে। পাশাপাশি মেটার সামগ্রিক লক্ষ্য, নিজেদের সব পণ্য ও সেবায় এআই প্রযুক্তি সংযুক্ত করা। সামাজিক যোগাযোগ, অনলাইন কেনাবেচা ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে একত্র করে প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সময় বাড়ানো ও প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করাই মূল লক্ষ্য। নতুন যুক্ত সুবিধায় ক্রেতারা এখন চ্যাটে ‘সাজেস্টেড কোয়েশ্চন টু আস্ক’ নামের বাটন দেখতে পাবেন। সেখানে চাপ দিলে তালিকায় থাকা তথ্য ও আগের কথোপকথনের ভিত্তিতে এআই সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মার্কেটপ্লেস
- পরিবর্তন
- ফেসবুক