আফগানদের হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৮
প্রথম দুই ওভারে ৮ বলের মধ্যে রিপন মন্ডল আফগানিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটারকে মাঠছাড়া করলেন। ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খাওয়া আফগানিস্তান তারপর রকিবুল হাসানের স্পিনে আর দাঁড়াতে পারেনি। ৭৮ রানে অলআউট হয়। বাংলাদেশ সেই রান তাড়া করেছে অনায়াসে।
এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় দুই দেশের ‘এ’ দলের খেলায় ৮ উইকেটে জিতে সেমিফাইনালের দোরগোড়ায় বাংলাদেশ।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন দারউইশ রাসুলী। আব্দুল গাফফার সাকলাইনের শিকার হন অধিনায়ক। তারপর দুজন দুই অঙ্কের ঘরে রান করেন।
প্রথম পাঁচ উইকেট আফগানরা হারায় ৩৫ রানে। শেষ পাঁচ ব্যাটারকে ফিরতে হয়েছে ১৬ রানের ব্যবধানে। রিপন ৪ ওভারে ১০ রান দিয়ে তিন উইকেট নেন। রকিবুল ৭ রান দিয়ে পান ৩ উইকেট। তবে শুরুতেই আফগানদের ব্যাটিংয়ে আঘাত করায় ম্যাচসেরা হয়েছেন রিপন। মেহেরব পেয়েছেন দুটি উইকেট।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ-আফগানিস্তান
- রাইজিং স্টার