You have reached your daily news limit

Please log in to continue


ছেলেদের পর এবার ভারত-বাংলাদেশের মেয়েদের সিরিজও স্থগিত হচ্ছে!

চলতি বছর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশে সফর করার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। এবার বাংলাদেশ নারী দলেরও ভারত সফর স্থগিত হতে যাচ্ছে। এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

আসছে ডিসেম্বরে নির্ধারিত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ নারী দলের ভারত সফরে যাওয়ার কথা ছিলো, যা আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ। তবে সরকারি টানাপোড়েনে সফরটি স্থগিত হওয়ার পথে। দুই দেশের সরকারের মধ্যে বর্তমান কূটনৈতিক উত্তেজনাকেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে, যদিও দুই বোর্ড এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাবে কি না তা পরিষ্কার নয়।

এই ব্যাপারে হিন্দুস্তান টাইমসকে এক বিসিসিআই কর্মকর্তা বলেন, 'সিরিজটির অনুমোদন মেলেনি।' 

সিরিজের সুনির্দিষ্ট তারিখ ও ভেন্যু ঘোষণা করা হয়নি। জানা গেছে, অনিশ্চয়তার কারণেই সূচি চূড়ান্ত হচ্ছিলো না।

এর আগে আগস্টে ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। তখন বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছিল, 'আন্তর্জাতিক ক্রিকেটীয় অঙ্গীকার ও দুই দলের সুবিধাজনক সূচির' কারণে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন