৬৫ বছরের নায়কের সঙ্গে পর্দায় ফিরছেন সেই মুন্নি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৪:০০

২০১৫ সালের ব্লকবাস্টার বলিউড ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ছোট্ট মুন্নিকে নিশ্চয়ই মনে আছে? সেই মিষ্টি, নির্বাক পাকিস্তানি মেয়েটির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন হর্ষালি মালহোত্রা। প্রায় এক দশক পর সেই হর্ষালি এবার দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে বড়পর্দায় ফিরছেন।  


জানা গেছে, ৬৫ বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর আসন্ন ছবি ‘অখণ্ড ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন হর্ষালি। এটি তার তেলুগু ডেবিউ হতে চলেছে এবং এই খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।


সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান মুক্তির অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষালি। নতুন লুকে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও