মামদানির নির্বাচনি প্রতিশ্রুতি ও বাস্তবতা

যুগান্তর আনোয়ার হোসেইন মঞ্জু প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১০:২৯

অনেক সময় আমেরিকানরা বলেন, ‘আমেরিকায় প্রকৃত অর্থে একটি মাত্র সিটি’ আছে এবং সে সিটির নাম নিউইয়র্ক। অন্য বৈশিষ্ট্যগুলো বাদ দিয়ে যদি কেবল জনসংখ্যার কথা বিবেচনা করা হয়, তাহলেও দেখা যায়, আমেরিকার দ্বিতীয় বৃহত্তম সিটি লসঅ্যাঞ্জেলেস বহু দিক দিয়ে গুরুত্বপূর্ণ সিটি হওয়া সত্ত্বেও এবং বিশেষ করে হলিউডের কারণে বিশ্বজুড়ে পরিচিত হওয়া সত্ত্বেও লসঅ্যাঞ্জেলেসের জনসংখ্যা নিউইয়র্কের জনসংখ্যার অর্ধেকেরও কম।


নিউইয়র্ক সিটির জনসংখ্যা যেখানে প্রায় সাড়ে ৮৪ লাখ, সেখানে লসঅ্যাঞ্জেলেসের জনসংখ্যা ৩৯ লাখের নিচে। সাবওয়ে, বাস সার্ভিস ও সিটি ওয়াটার ট্রানজিটসহ নিউইয়র্ক সিটির বিশাল গণপরিবহণ ব্যবস্থার ব্যাপক বিস্তৃত ব্যবহার আমেরিকার অন্য কোনো বড় সিটিতে কল্পনাও করা যায় না। অবিশ্বাস্য হলেও সত্য, নিউইয়র্ক সিটিতে মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি (এমটিএ) পরিচালিত সাবওয়ে ট্রেন এবং বাস ব্যবহারকারী যাত্রীর দৈনিক সংখ্যা ৭৬ লাখ। এছাড়া লং আইল্যান্ড রেল রোড (এলআইআরআর) ব্যবহারীর দৈনিক সংখ্যা সাড়ে ৮ লাখের বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও