ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে সবার জীবন ও সম্পদ সুরক্ষিত থাকবে : রেজাউল করীম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ২৩:১৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশে অনেক দলের শাসন ও বিভিন্ন আদর্শের শাসন দেখা গেছে। কিন্তু সেসব শাসনে দেশে দুর্নীতি বেড়েছে, সন্ত্রাস বেড়েছে এবং হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। মানুষের প্রকৃত আয় কমেছে, আর তাদের সার্বিক আর্থ-সামাজিক পরিস্থিতি অবনতি হয়েছে। ২৪ জুলাইয়ের অভ্যুত্থান দেশকে নতুনভাবে গড়ার সুযোগ এনেছে।


শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর-৩ সংসদীয় আসনে নির্বাচনী কর্মশালায় তিনি এসব কথা বলেন।


রেজাউল করীম বলেন, এখন সময় দেশের মানুষকে আমাদের হাজার বছরের লালিত ইসলামের আদর্শে গড়ে তোলার। জুলাই অভ্যুত্থানের পর মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছে। আমরা যদি সেই সুযোগ কাজে লাগাতে না পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দেবে। সরকার একটি দলকে সন্তুষ্ট করতে গিয়ে জনগণের দাবি উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও